সেলফিন অ্যাপ: ভার্চুয়াল ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড নিতে পারবেন গ্রাহকরা

সেলফিন অ্যাপ: ভার্চুয়াল ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড নিতে পারবেন গ্রাহকরা


সেলফিন অ্যাপ: ভার্চুয়াল ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড নিতে পারবেন গ্রাহকরা

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষা আইটি (Shiksha IT) এর পাঠক বন্ধুরা । শিক্ষা আইটি (Shiksha IT) ব্লগসাইটে আপনাদের স্বাগতম । আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন । শিক্ষা আইটি (Shiksha IT) সবসময় পাঠকদের চাহিদা এবং অভিমতকে প্রধান্য দিয়েই আর্টিকেল প্রকাশ করে থাকে । তো চলুন কথা না বাড়িয়ে মুল আলোচনায় ।

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর “omni-channel” ব্যাংকিং অ্যাপ হলো সেলফিন যা ২০২০ সালে যাত্রা শুরু করে। মুক্তির পরপরই বেশ জনপ্রিয়তা পায় এই অ্যাপটি।

সেলফিন একটি অল-ইন-ওয়ান ফিয়ান্সিয়াল সার্ভিস যা ব্যবহার করে একাধিক মাধ্যমে লেনদেন করার সুবিধা পাওয়া যাবে। সেলফিন একাউন্ট তৈরী করে ব্যবহারকারীগণ ভিসা ও মাস্টারকার্ড ভার্চুয়াল প্রিপেইড কার্ড ব্যবহারের সুবিধা পেতে পারেন ইন্সট্যান্টলি।

এছাড়া ভার্চুয়াল ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ডও নিতে পারবেন সেলফিন ব্যবহারকারীগণ। যুক্তরাষ্ট্র, সিংগাপুর, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের অনেক দেশ থেকে সেলফিন এর সেবা ব্যবহারের সুযোগ রয়েছে।

সেলফিন(Sellfin) কি?

সেলফিন (Cellfin) হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) এর ডিজিটাল ওয়ালেট সার্ভিস। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর গ্রাহকদের জন্য এটি একটি মিনি ব্যাংক শাখা হিসাবে ব্যবহার করা যেতে পারে।

কি না করা যায় এখানে,ব্যাংক একাউন্ট খোলা,ব্যালেন্স ট্রান্সফার করা,স্টেটমেন্ট দেখা,বিল পরিশোধ করা,চেকের জন্য আবেদন করা ইত্যাদি সবই করা যাবে মোবাইলের মাধ্যমে। শুধু তাই নয় ব্যাংকিং এর বহু সুবিধা রয়েছে ইসলামী ব্যাংকের এই অ্যাপটিতে।

সেলফিন একাউন্ট খোলার জন্য কি লাগবে?

ব্যাংকে যাওয়া ছাড়া কিংবা কোনো ধরনের ব্যাংক একাউন্ট ছাড়াই ঘরে বসে খোলা যাবে সেলফিন একাউন্ট। সেলফিন একাউন্ট খুলতে যা যা প্রয়োজন।

  1. বয়স কমপক্ষে ১৮বছর হতে হবে।
  2. এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র কার্ড থাকতে হবে।
  3. সচল একটি মোবাইল সিমকাড থাকতে হবে।
  4. একটি স্মার্টফোন থাকতে হবে যাতে সেলফিন অ্যাপ ব্যবহার করা যাবে। 

সেলফিন একাউন্ট খোলার নিয়ম

সেলফিন একাউন্ট খোলার জন্য গুগোল প্লে স্টোর থেকে প্রথমে Sellfin Apps ডাউনলোড করতে হবে। এরপর কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করে সেলফিন একাউন্ট খুলে ফেলতে পারবেন। একাউন্ট  খোলার সময় কোন তথ্য সেলফিন অ্যাপে ভুল দিবেন না। কেননা ভুল তথ্য দিলে একাউন্টটি ভেরিফাই হবে না। নিম্মের ধাপগুলো অনুসরণ করে সেলফিন একাউন্ট খুলে ফেলুন।

  •  প্রথমে গুগোল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে নিন।
  •  অ্যাপটি ইন্সটল সম্পন্ন হলে অ্যাপটি খুলুন।
  •  এবার Registration বাটনে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নাম্বার প্রদান করুন, মোবাইলে একটি ওয়ান টাইম গোপন কোড বা OTP কোড পাঠানো হবে। এটি ভেরিফেকেশন কোডও বলা হয়ে থাকে। ভেরিফেকেশন কোডটি দিয়ে পরবর্তী ধাপে যান।
  • এবার আপনার ভোটার আইডির সামনে ও পিছনের দুটি ছবি ভাল করে তুলুন। ছবি যেন স্পষ্টভাবে উঠে। ছবিতে কোনভাবেই ঝাপসা থাকা যাবে না। ভোটার আইডির ছবি সাবমিট করার পর আপনার সকল তথ্য দেখাবে, কোন ভুল থাকলে সংশোধন করে নিবেন। আপনার পেশা ও বর্তমান ঠিকান অ্যাপে লিখে দিন।
  • এখন আপনার সেলফি তুলতে হবে। সেলফি তোলার সময় চোখে কোন সানগ্লাস কিংবা স্টাইলিস্টভাবে ছবি উঠানো যাবে না। আপনার সেলফি ও ভোটার আইডির ছবির মধ্যে অমিল থাকলে ভেরিফেকেশনে সমস্যা হতে পারে।

সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে আপনার সেলফিন একাউন্ট একটিভ হয়ে যাবে। সাধারণত ২৪ ঘন্টার মধ্যে একাউন্ট একটিভ হয়ে যায়। তবে  কখনো কিছু কিছু সময় বেশি লাগে। সে ক্ষেত্রে আপনাকে ৪৮ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে।

সেলফিন এর লেনদেন-সম্পর্কিত ফিচার

এবার জানা যাক সেলফিন এর লেনদেন-সম্পর্কিত ফিচারগুলো সম্পর্কে।
সেলফিন অ্যাপ ব্যবহার করে অন্যান্য ব্যাংক কার্ড, IBBL একাউন্ট, এমক্যাশ, IBBPLC ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে এড মানি করা যাবে সেলফিন একাউন্টে। সহজে ফান্ড ট্রান্সফার অর্থাৎ সেন্ড মানি করা যাবে IBBL একাউন্টে বা ইসলামি ব্যাংক থেকে অন্য ব্যাংকে যা EFT ও Binimoy সেবা ব্যবহার করে কাজ করে৷ এছাড়া এমক্যাশ, বিকাশ, নগদ ও অন্যান্য এমএফএস একাউন্টেও সেলফিন থেকে সেন্ড মানি করা যাবে।

সেলফিন ব্যবহার করে ব্যাংকে না গিয়ে রেমিট্যান্স রিসিভ করা যাবে যেকোনো সময়। এটিএম বা সিআরএম থেকে মাধ্যমে কার্ড ছাড়াই ক্যাশ উইথড্র বা ডিপোজিট করা যাবে সেলফিন ব্যবহার করে।

সেলফিন কুইক পে ব্যবহার করে ফান্ড ডিপোজিট করা যাবে ব্যাংক একাউন্ট, সেলফিন একাউন্ট, এমক্যাশ বা IBBL খিদমাহ ক্রেডিট কার্ড একাউন্ট থেকে বেশ সহজে। এটি মূলত বাংলা কিউআর ও IBBL কিউআর ব্যবহার করে কাজ করে।

অসংখ্য ই-কমার্স ওয়েবসাইট থেকে সবসময় শপিং করার সুবিধা প্রদান করছে সেলফিন, যার ফলে সেলফিন ব্যবহার করে লেনদেন বেশ সম্পূর্ণ একটি সমাধানে পরিণত হয়েছে। এছাড়া সেলফিন ব্যবহার করে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, পানি, শিক্ষা, এডমিশন ফি, ইত্যাদি বিল ও পেমেন্ট করা যাবে। সকল ধরনের খরচ এক স্থান থেকে ম্যানেজ করার এই সুবিধা বেশ অসধারণ বটে।

অন্যান্য সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মত সেলফিন ব্যবহার করে মোবাইল ব্যালেন্স টপ আপ করা যাবে, আবার পোস্টপেইড মোবাইল বিলও পে করা যাবে। রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, টেলিটক, অর্থাৎ দেশের সকল অপারেটরে টপ-আপ এর সুবিধা প্রদান করছে সেলফিন।

সেলফিন এর আরেকটি অসাধারণ ফিচার হলো অন্যান্য সেলফিন ব্যবহারকারীর কাছে মানি রিকোয়েস্ট পাঠানোর ফিচারটি। যেকোনো সময় অন্য সেলফিন ব্যবহারকারীদের ফান্ড চেয়ে রিকোয়েস্ট পাঠানো যাবে Request Money ফিচার ব্যবহার করে। 

শেষ কথা
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আর্টিকেল যদি আরো পড়তে চান তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন। কারণ আমাদের ওয়েবসাইটে আমরা নিয়মিত এই ধরনের আর্টিকেল প্রকাশ করে থাকি। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url