ক্রোম বাউজার ব্যবহারে নতুন সর্তকতা । caution in using Chrome Bowser

ক্রোম বাউজার ব্যবহারে নতুন সর্তকতা । caution in using Chrome Bowser

ক্রোম বাউজার ব্যবহারে নতুন সর্তকতা । caution in using Chrome Bowser

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষা আইটি (Shiksha IT) এর পাঠক বন্ধুরা । শিক্ষা আইটি (Shiksha IT) ব্লগসাইটে আপনাদের স্বাগতম । আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন । শিক্ষা আইটি (Shiksha IT) সবসময় পাঠকদের চাহিদা এবং অভিমতকে প্রধান্য দিয়েই আর্টিকেল প্রকাশ করে থাকে । তো চলুন কথা না বাড়িয়ে মুল আলোচনায় ।

ডেস্কটপ কিংবা অন্যান্য ডিভাইসে অনেকে ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। এবার তাদের জন্য উচ্চ সতর্কবার্তা দিয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি–ইন)। ভারত সরকারের এই সাইবার নিরাপত্তা বিভাগ ক্রোম ব্রাউজারের ডেক্সটপ ভার্সনে ঝুঁকি পেয়েছেন। এ কারণে একে ‘হাই সেভেরিটি’ ক্যাটাগরিতে যুক্ত করেছেন তারা।

গুগল ক্রোম এর প্রধান কাজ কি?

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘হাই সেভেরিটি’ ক্যাটাগরিতে রাখার মানে ক্রোম ব্রাউজারের মাধ্যমে চুরি হতে পারে তথ্য। ডেস্কটপের জন্য কঠোর এই সতর্কতা জারি করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি–ইন)।

ভারত সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের এই সাইবার নিরাপত্তা বিভাগ বলছে, তারা ক্রোম ব্রাউজারের দুটো ভার্সনে এমন ঝুঁকি পেয়েছেন। এ দুটো হলো ম্যাক ও লিনাক্সের জন্য ১২২.০.৬২৬১.৫৭ পর্যন্ত এবং উইন্ডোজের জন্য ১২২.০.৬২৬১.৫৭/৫৮ পর্যন্ত।

এই ঝুঁকি পাওয়ার কারণ হিসেবে তারা বলছেন, এতে বিভিন্ন মেমোরির অ্যাক্সেস থাকে। এ ছাড়া ডাউনলোড করার সময় যেসব অ্যাক্সেস চাওয়া হয়, তাতেও এই ঝুঁকি থাকে। এতে করে কোনো হ্যাকার সহজেই হ্যাক করে ফেলতে পারবেন এবং তথ্য চুরি করতে পারবেন।

এ কারণে ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সিকিউরিটি আপডেট ইনস্টল করা হয়। এসব আপডেট প্রতিষ্ঠান থেকেই জানানো হয়। এ ছাড়া নিয়মিত ক্রোম ব্রাউজার আপডেট করতে হবে।

শেষ কথা

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি আর্টিকেল যদি আরো পড়তে চান তাহলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন। কারণ আমাদের ওয়েবসাইটে আমরা নিয়মিত এই ধরনের আর্টিকেল প্রকাশ করে থাকি। আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url