eSIM- সিম কি? নতুন ই-সিম মূল্য । ই-সিম সাপোর্ট মোবাইল
eSIM- সিম কি? নতুন ই-সিম মূল্য । ই-সিম সাপোর্ট মোবাইল
eSIM মানে এমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এটি একটি ডিজিটাল সিম, যা ডিভাইসে এম্বেড করা আছে। সহজ ভাষায়, ডিভাইসে এই সিমটি আলাদাভাবে ঢোকানোর দরকার নেই।
অর্থাৎ এটি অনেকটা সিম কার্ড ডাউনলোড করে ব্যবহার করার মত বিষয়। ইসিম সমর্থিত ডিভাইসে একটি কিউআর কোড স্ক্যান করেই ইনস্টল করতে পারেন ই-সিম! এরপর এটি নেটওয়ার্কে সংযুক্ত করতে পারবেন।
তবে উল্লেখিত বিষয় ছাড়া ই-সিম ও সাধারণ সিম এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। উভয় ধরনের সিম নেটওয়ার্ক অপারেটরের সেল টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্ক সুবিধা প্রদান করে। অসংখ্য ডিভাইসে ই-সিম ব্যবহার করা যায়, যেমনঃ স্মার্টফোন, ওয়্যারেবল ও কম্পিউটার, ইত্যাদি। ই-সিম স্মার্টফোন এর পাশাপাশি অন্যসব ডিভাইসেও ব্যবহার সম্ভব, যার ফলে এটি একটি স্ট্যান্ডার্ডে পরিণত হয়ে উঠছে।
ই-সিম এর সাইজ কেমন?
ই-সিম কার্ড অনেক ছোট হয়ে থাকে। সাধারণ সিম এর চেয়েও অনেক ছোট ই-সিম। ই-সিম এর সাইজ হতে পারে ২.৫mm by 2.3mm আর পুরুত্ব মাত্র ০.৩মিলিমিটার।
তবে ই-সিম এর সাইজ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কারণ এই সিম আপনাকে কোথাও লাগাতে হচ্ছেনা। সাপোর্টেড ফোনগুলোতে আগে থেকেই ই-সিম লাগানো থাকে। এটা ফোনের ভেতরে মাদারবোর্ডের সাথে আছে। আপনি হয়ত এটা কখনো দেখবেনই না।
ই-সিম এর সুবিধা কি কি?
ই-সিম ফিজিক্যাল সিমের চেয়ে নিরাপদ, এই সিম হারানোর বা চুরি হওয়ার কোনও ঝুঁকি নেই। অর্থাৎ সে ক্ষেত্রে বিপদও কিছুটা কমে যায়। ই-সিমকে সহজে ভুল কাজে ব্যবহার করা যায় না। ফলে প্রতারণার হাত থেকে বাঁচতে আপনি ই-সিম ব্যবহার করতেই পারেন।
ই-সিম সাপোর্ট মোবাইল
ই-সিম সাপোর্টেড ডিভাইসের সংখ্যা দিনেদিনে বেড়েই চলেছে। খুব অল্প সময়ের মধ্যে মোবাইল থেকে শুরু করে পোর্টেবল কম্পিউটার পর্যন্ত, প্রায় সকল ক্ষেত্রে এমবেডেড সিম কার্ড এর ব্যবহার দেখা যাবে। গুগল এর অ্যান্ড্রয়েড ওএস, অ্যাপল এর আইওএস ও মাইক্রোসফট এর উইন্ডোজ ১০ ই-সিম সাপোর্ট করে। অর্থাৎ কোনো ডিভাইসে ই-সিম ব্যবহারে কোনো বাধা নেই।
বর্তমানে অ্যাপল এর আইফোন, গুগল পিক্সেল, মটোরোলা রেজার, হুয়াওয়ে পি৪০, স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ও গ্যালাক্সি নোট, এস২০, এস২১ ও এস২২ সিরিজের অনেকগুলো ফোন ই-সিম সাপোর্ট করে।
অন্যদিকে অ্যাপল ওয়াচ, হুয়াওয়ে ওয়াচ ২, স্যামসাং গিয়ার ও গ্যালাক্সি, অপো ওয়াচ, ইত্যাদি ডিভাইসও ই-সিম সাপোর্ট করে। এছাড়া অ্যাপল এর আইপ্যাড এবং এইচপি, লেনোভো ও মাইক্রোসফট এর কিছু কম্পিউটারে ই-সিম ব্যবহার করা যায়। হুয়াওয়ে এর ও ই-সিম সাপোর্টেড পিসি রয়েছে।
ই-সিম যেসব নেটওয়ার্কে সাপোর্ট করে?
বিশ্বের বিভিন্ন দেশে ই-সিম প্রযুক্তি অনেকদিন ধরেই ব্যবহার হয়ে আসছে। আমাদের দেশে এতোদিন ই-সিম নিয়ে নেটওয়ার্ক অপারেটরগুলোর তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে অবশেষে গ্রামীণফোন এর হাত ধরে বাংলাদেশে ই-সিম এর যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশে বর্তমানে নির্দিষ্ট ডিভাইসগুলোতে গ্রামীণফোন এর নেটওয়ার্কে ই-সিম সুবিধা পাওয়া যাবে।
নতুন প্রযুক্তি অল্প সময়ের মধ্যে গ্রামীণফোন ব্যবহার করা শুরু করেছে যা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তবে দেশের অন্যান্য নেটওয়ার্ক অপারেটরগুলো ই-সিম প্রযুক্তি ব্যবহার শুরু না করলে ই-সিম ব্যবহারের সম্পূর্ণ অভিজ্ঞতা পাওয়া যাবেনা।
ই সিম কোথায় পাবো ?
ই সিম অবশ্যই আপনাকে মোবাইল অপারেটরের কাছ থেকে নিতে হবে। বাংলাদেশের সর্বপ্রথম গ্রামীণফোন ই সিম লঞ্চ করেছে। আপনি যদি ই সিম নিতে চান, তাহলে কোম্পানি থেকে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনার ফোনে সেটাকে সেট করে নিতে পারবেন। তাহলে আপনাকে আলাদা কোন ফিজিক্যাল সিম কার্ড ব্যবহার করতে হচ্ছে না।
গ্রামীণফোন ই-সিম
বিগত দশকে আমরা প্রযুক্তির উন্নয়নের সাক্ষী থেকেছি। ওয়্যারলেস ডিভাইস থেকে শুরু করে বাসা, অফিস, স্কুল, স্টোর ইত্যাদিতে স্মার্ট অ্যাপ্লাইয়েন্স-এর ব্যবহারে যেনো এক ডিজিটাল বিপ্লব ঘটছে। এখনই সময় আমাদের হাতে থাকা প্রযুক্তিকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার। এই বিশ্বাসেই গ্রামীণফোন বাংলদেশে সর্বপ্রথম নিয়ে এলো ই-সিম।
প্রাপ্যতা
আপনার অনলাইন অনুরোধের ভিত্তিতে, আমাদের ডেডিকেটেড ডেলিভারি পার্টনার ই-সিম সেবাটি দ্রুত, সহজ এবং সুবিধাজনক ভাবে আপনার দোরগোড়ায় পৌঁছে দেবে। বর্তমানে শুধুমাত্র ঢাকা শহরের মেট্রোপলিটন এলাকার জন্য অনলাইন ই-সিম ডেলিভারি সেবা এ্যাভেইলেবেল আছে ।
নতুন ই-সিম মূল্য
প্রোডাক্ট নামঃ মূল্য
ই-সিম প্রিপেইড নিশ্চিন্তঃ ৩০০ টাকা
ই-সিম প্রাইমঃ ৩০০ টাকা
ই-সিম এ প্রথম রিচার্জ অফার :
- ৪৭ টাকা রিচার্জে ২ জিবি + ৩০ মিনিট , ৭ দিন মেয়াদ
- কলরেট ১ পয়সা /সেকেন্ড, যেকোনো লোকাল নাম্বারে , ২৪ ঘন্টা ৩০ দিন
স্পেশাল ইন্টারনেট অফার :
- ২৭ টাকা রিচার্জে ১.২৫ জিবি, মেয়াদ ৭ দিন
- মাই জিপি থেকে ২৭ টাকা রিচার্জে গ্রাহক পাবেন ২.৫ জিবি (১.২৫ জিবি +১.২৫ জিবি বোনাস ) ইন্টারনেট , মেয়াদ ৭ দিন
ঘরে বসে ই-সিম ডেলিভারি পেতে এখানে ক্লিক করুন
* শর্ত প্রযোজ্য